নির্জন নাহুল এর কষ্টের ১০টি নাটক

Nirjon Nahuel Natok

 

Nirjon Nahuel Natok 2023

Nirjon Nahuel এর সেরা কিছু নাটক এর কথা 

আজকে আপনাদেরকে জানাবো। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত তরুণ অভিনেতা নির্জন নাহুল এর কষ্টের ১০টি নাটক। যে সমস্ত নাটকের ব্যাপারে কথা বলবো সে সমস্ত নাটক আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেই নাম কপি করে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করি।

১. ট্রাস্ট নাটক (Nirjon Nahuel Natok)

Nirjon Nahuel এর জনপ্রিয় ডায়লগ গুলোর মধ্যে রয়েছে- একদিনের ভালোবাসা। দুই দিনের ঝামেলা। তিনদিনের ব্রেকআপ নিয়ে লন্ডি কিছু পোস্ট আর স্টোরিস। আর চার দিনে নতুন কেউ। চারিদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসাতে মেতে থাকবে। ততদিন আর আমি ফিরবো না এখানে‌।

উপরের ডায়লগ কি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত নয়? বর্তমান সময় কিছু কিছু মানুষ ভালোবাসাটাকে সস্তা বানিয়ে দিয়েছে। ডায়লগ এর প্রত্যেকটি কথা আমার মন ছুঁয়ে গিয়েছে। তো গাইছি ইতিমধ্যে বুঝে গেছেন উপরের ডায়লগটি নির্জন নাহুল এর ট্রাস্ট নাটকের ভাইরাল একটি ডায়লগ। 

নাটকটি যদি এখনো আপনি না দেখে থাকেন তাহলে এখনি দেখে নিন। নাটকটির অভিনয়ের কথা বলতে গেলে মাথা নষ্ট করা যেরকম অভিনয়। ঠিক সেরকমই ডায়লগ নাটকটির মাঝে তুলে ধরা হয়েছে। ভদ্র সমাজের পিছনে কিছু স্বার্থপর মানুষের মুখোশ। নাটকটি একবার দেখলে মন ছুঁয়ে যায় আশা করছি আপনার কাছেও অনেক ভালো লাগবে।

২. উড়ো চিঠি নাটক (Nirjon Nahuel Natok)

জনপ্রিয় ডায়লগ- সময় হলে ঠিকই বুঝতে পারবে……আসি…… ভালো থাকবে…. নিজের খেয়াল রাখবে আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে।

কিছু ভালোবাসা হয়তো অজান্তেই হয়ে যায় যাকে আপনি কখনো হারাতে চাননি। সেই মানুষটিও হারিয়ে যাই কোন এক অজানা কারণে। আপনার জীবনেও হয়তো এমন একজন প্রিয় মানুষ ছিল যাকে হয়তো আপনি সারা জীবনের জন্য চেয়েছিলেন। কিন্তু কোন এক কারণে হয়তো আপনার কপালে সে ছিল না।

তাই মানুষ একটা কথা বলে যার হারাই সেই বুঝে হারানোর যন্ত্রণা ঠিক কতটা কষ্টের। তো এই নাটকটির নাম হচ্ছে উড়ো চিঠি। Youtube থেকে দেখে নিতে পারেন ভালো লাগবে আশা করছি।

৩. ইচ্ছে পাহাড় নাটক (Nirjon Nahuel Natok)

জনপ্রিয় ডায়লগ- তুমি কি আমাকে ইগনোর করতেছ? আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগছে না…. আমি তোমাকে আটকাচ্ছি না কিন্তু এটলিস্ট এক্সপ্লেইন তো করে যাবা সবকিছু…… এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না…. আই এম সরি বাপ্পি।

আমিও হয়তোবা ভালোবাসা কি জানি না কিন্তু ভালোবাসায় অপেক্ষা করাটা হয়তোবা স্বাভাবিক। যাকে আপনি মন থেকে ভালবাসেন তার জন্য হয়তো আপনি সারাটা জীবন অপেক্ষা করে যেতে পারেন। এই নাটকটির নাম হচ্ছে গিয়ে (ইচ্ছে পাহাড়) এই নাটকটি যদি এখনো না দেখে থাকেন তাহলে এখনই ইউটিউবে গিয়ে দেখে নিন। শুধু এটুকু বলবো নাটক দেখতে দেখতে কখন জানি আপনার চোখে অশ্রু ঝরবে আপনি নিজেও বুঝতে পারবেন না।

৪. ফুলবানু নাটক (Nirjon Nahuel Natok)

জনপ্রিয় ডায়লগ- তুই আমার মত একটা সরল সোজা মাইয়া পাইয়া তুই গ্রাম থেকে আইনা আমারে কি করতেছ। এগুলো শহরে আয়না কি করাইতেছস বল? তোর কাছে কি চাইছি? ওই তোর কাছে কি চাইছি আমি? তোর কাছে কিছু চাইছি আমি? টাকা পয়সা চাইছি? কিছু চাইছি? কিচ্ছু চাইনাই। আমি তোর কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম। কি করাইতেছ এগুলো আমারে দিয়া।

প্রত্যেকটা ভালোবাসায় হয়তো বিশ্বাসটাই শ্রেষ্ঠ হিসেবে ধরা হয়। যখন আপনার সবচাইতে প্রিয় মানুষটি আপনার সঙ্গেই প্রতারণা করবে। তখন হয়তো আপনার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হবে। তো গাইস এই নাটকটির নাম হচ্ছে (ফুল বানু) চাইলে দেখে নিতে পারেন। প্রিয় মানুষ যে কিভাবে প্রতারণা করতে পারে তা এই নাটক না দেখলে বুঝতে পারবেন না।

৫. ব্লাইন্ড নাটক (Nirjon Nahuel Natok)

জনপ্রিয় ডায়লগ- শোন তোর একটা কথা বলি দিনশেষে টাকায় কাজে লাগে। আর আজকে নাই তো কালকে টাকা তো তোকে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না।

তো উপরের ওই ডায়লগটি সাথে আমিও একমত এই স্বার্থপর পৃথিবীতে আপনি টাকা ছাড়া একপর্যায়ে অচল। টাকা থাকলে হয়তো এই পৃথিবীর সব সুখ পাওয়া যাবে। কিন্তু আপনার কাছে যখন টাকা থাকবে না আপনার কাছের প্রিয় মানুষগুলোও আপনাকে ছেড়ে চলে যাবে। এই নাটকটির নাম হলো (ব্লাইন্ড) সামান্য টাকার জন্য কাছের মানুষগুলো কিভাবে পর হতে থাকে এরকম গল্পই তুলে ধরা হয়েছে।

তাই আপনি যদি একটা ভালো নাটক দেখতে চান তাহলে ইউটিউব থেকে এই নাটকটি ও দেখে আসতে পারেন। ভালো লাগবে আমি গ্যারান্টি দিলাম।

৬. স্কুল লাভ স্টোরি প্রথম পর্ব (Nirjon Nahuel Natok)

স্কুল লাইফের একটা মধুর ভালবাসা নিয়ে এই নাটকটি। নিজের ভালবাসার মানুষটি পাশে থাকলেও তাকে নিজের মুখে ভালোবাসি কথাটা না বলে ওঠা। আমাদের প্রত্যেকের লাইফে প্রিয় মানুষটিকে বলতে না পারা কিছু কথা থেকেই যাই। আর ঠিক এমনই একটা কাহিনী নিয়ে বানানো হয়েছে (স্কুল লাভ স্টোরি প্রথম পর্ব)

এই নাটকের জনপ্রিয় একটা ডায়লগ- লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম ১০ লাখ টাকা।

নির্জনের নাটক গুলো রোমান্টিক বা একটু ইমোশনাল হলেও। এই নাটকটি একেবারেই ভিন্ন ধরনের। বলতে পারেন পুরোই অ্যাকশন ধাতের একটি নাটক। তাই কেউ এই নাটকটি মিস করবেন না, ইউটিউবে গিয়ে নাটকটির নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

৭. জন্ম নাটক (Nirjon Nahuel Natok)

আমাদের সমাজের জাত নিয়ে একটা বাস্তব কাহিনী তুলে ধরা হয়েছে এই নাটকে। একটি কথা হল নির্জনের বেশিরভাগ নাটকই কিন্তু বাস্তবসম্মত। যারা নির্জনকে ভালোবাসেন তাদের এই নাটকটি দেখার বিশেষ অনুরোধ করা হলো।

নাটকটি ইউটিউবে ভিউ পেয়েছে ৪.৪ মিলিয়ন এবং আপলোড করা হয়েছে ৭ মাস আগে।

৮. তোমার আমার শহর (Nirjon Nahuel Natok)

এই নাটকটি প্রথমে রোমান্টিক লাভ স্টোরি দিয়ে শুরু হলেও। শেষ পর্যন্ত দেখলে আপনার মনের মধ্যে নাড়া দিয়ে উঠবে। কিছু কিছু ভালোবাসা কেন জানি অপূর্ণই থেকে যায়। আর নাটকের শেষ দিকে নির্জনের কথাগুলো ছিল কলিজা কাপানোর মতো।

এই নাটকটিও ইউটিউবে ভিউজ হয়েছে ৩.৫ মিলিয়ন। তাই আপনিও চাইলে ইউটিউবে গিয়ে এই নাটকটি দেখে আসতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।

৯. মানি টুইস্ট (Nirjon Nahuel Natok)

টাকার কাছে হেরে যাওয়া জীবন। কেন জানি নতুন করে বাঁচার স্বপ্ন খুঁজে পাই। নির্জনের সাথে বর্ষার জুটি আপনার কেমন লাগে তা কমেন্ট সেকশনে জানাবেন।

আর নির্জনের বেশিরভাগ নাটকে কিন্তু বর্ষার সঙ্গে, তো পাঠক এই নাটকটির ও ভিউ রয়েছে ইউটিউবে ৩.৪ মিলিয়ন। আপনি চাইলেই নাটকটি ইউটিউব থেকে খুব সহজেই সার্চ করে দেখে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।

১০. স্কুল লাভ স্টোরি পার্ট টু নাটক (Nirjon Nahuel Natok)

স্কুল লাইফের একটি দারুন লাভ স্টোরির শুরু টা বোধহয় এমনই হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই সুন্দর পবিত্র ভালবাসাটি পূর্ণতা পায়নি। সমাজের কিছু নিকৃষ্ট এবং খারাপ মানুষের কারণে। ধর্ষণ নিয়ে নিরব প্রতিবাদ করা হয়েছে স্কুল লাভ স্টোরি পার্ট টু নাটক নাটকটিতে।

আমরা ইতিমধ্যেই জানি নির্জনের বেশিরভাগ নাটকই আমাদের সমাজের ভালো মেসেজ দেয়। এবং তার নাটক থেকে শিক্ষনীয় অনেক কিছুই আছে। যাইহোক বন্ধুরা এই নাটকটির ভিউ পেয়েছে ৩.৩ মিলিয়ন। আপনি চাইলেই খুব সহজেই নাটকটি সার্চ করে youtube থেকে দেখে নিতে পারেন।

তো পাঠক: পোস্ট এখানেই সমাপ্তি করছি আজকের আর্টিকেল। কেমন হলো তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top