সেরা ৫টি টেক গ্যাজেট Top 5 Tech Gadgets 2023

Top 5 Tech Gadgets 2023

বাংলাদেশের সেরা টেক গ্যাজেট ২০২৩

যতই দিন যাচ্ছে টেকনোলজি কিন্তু ততই আপডেট হচ্ছে! সেই সাথে টেক গ্যাজেট গুলো আমাদের হাতে নাগালে চলে এসেছে। তো আজকের আর্টিকেলে আমরা ঠিক এরকমই পাঁচটি টেক গ্যাজেট সম্পর্কে জানবো। যেগুলো আমাদের ডেইলি লাইফ কে অনেক বেশি স্মার্ট এবং এন্টারটেনিং করে তুলবে। আর এই লিস্টে থাকা প্রত্যেকটি টেক গ্যাজেট আপনি বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন।

পোলার পেইন: তো গাইস আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি অবিশ্বাস্য এক টেক গ্যাজেট দিয়ে। যার নাম হচ্ছে পোলার পেইন। এটি মূলত একটি ম্যাগনেটিক পেইন, এবং এটি বানানো হয়েছে ছোট ছোট ম্যাগনেটিক পার্ক দিয়ে।

এই পেনটির লুকিং অসাধারণ এবং এটি দিয়ে আপনি সাধারণ পেনের মতো ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয় এই পেনটিকে আপনি আপনি চাইলে ফ্রি স্ক্যানার হিসেবেও ব্যবহার করতে পারবেন। সেই সাথে এই পেনের ম্যাগনেটিক পার্ট গুলোকে আলাদা করে ক্রিটিভিটি অনুযায়ী নানা কিছু বানাতে পারবেন।

এই পেন টিকে মূলত বানানো হয়েছে লিখতে লিখতে বোরিং ফিল হলে আপনাদের সেই বোরিংনেস কাটানোর জন্য। কিন্তু সাবধান পড়তে বসে ভুলেও এই পেনটিকে নিয়ে খেলা করবেন না এতে করে আপনাদের পড়াশোনার ক্ষতি হতে পারে।

আর অসাধারণ এই টেক গ্যাজেট ম্যাগনেটিক পেন্টির দাম হচ্ছে মাত্র ৫৫০ টাকা যেটি আপনি দারাজ থেকে কিনতে পারবেন খুব সহজে।

2. Nanoleaf lighting pannel: নরমালি আমরা আমাদের রুমকে ডেকোরেট করার জন্য অনেক ধরনের লাইটিং টেক গ্যাজেট ব্যবহার করে থাকি। কিন্তু বাজারে ও চালিত লাইটিং টেক গ্যাজেট গুলো তেমন একটা মানসম্মত হয় না এবং তেমন কোন কন্ট্রোলিং ফিচার এর সাথে আসে না।

কিন্তু আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন এমন একটি স্মার্ট লাইটিং টেক গ্যাজেট যেটি আপনার রুমের ডেকোরেশনকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। টেক গ্যাজেট-টির নাম হচ্ছে Nanoleaf lighting pannel তো এই টেক গ্যাজেট টি নানা রকম কালারিং লেখা হয়েছে আর আপনি আপনার ইচ্ছামত বিভিন্ন রকম পার্টগুলোকে জুড়ে দিয়ে বিভিন্ন রকম ডিজাইন দিতে পারবেন।

Nanoleaf লাইটিকে আপনি এর সাথে থাকা রিমেটের সাহায্যে বা আপনার স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই লাইটটি নিঃসন্দেহে আপনার প্রয়োজন। আর এই স্মার্ট টেক গ্যাজেট এর মূল্য মাত্র ১২০০ টাকা এবং এটি কেনা যাবে দারাজ থেকে।

3. Flynova pro: যতদিন যাচ্ছে ততই টেকনোলজি আপডেট হচ্ছে এবং নতুন নতুন টেক গ্যাজেট আমাদের হাতের নাগালেই চলে এসেছে। Flynova pro এর ব্যতিক্রম নয় এই স্পিনার দিয়ে আপনি অনেক ট্রিকস মজার সাথে উপভোগ করতে পারবেন।

এর শেপ একটি বলের মত রাখা হয়েছে, এর মাঝে থাকা লাইটগুলো ডিফারেন্ট কালার চেঞ্জিং ফেসিলিটিস হওয়ার কারণে সবার নজর কাড়বে। এই স্মার্ট টেক গ্যাজেটটি ঘরে অথবা ঘরের বাইরে যে কোন জায়গাতে ব্যবহার করতে পারবেন। তবে এটিকে ঘরের বাইরেই ব্যবহার করা ভালো কারণ এটিতে আপনি অনেক বেশি স্পেস পেয়ে যাবেন এবং এটিকে ফ্রিলি উড়াতে পারবেন।

আর এটিকে আপনি হর্জেন্টালি বা ভার্টিকালি উড়াতে পারবেন! তবে এটিকে ভার্টিকালি উড়ালে অনেক উঁচুতে উঠতে সক্ষম হবে। তো এই টেক গ্যাজেটটি হতে পারে আপনার অবসর সময় কাটানোর একটি বেস্ট মাধ্যম।

আপনি এই অসাধারণ স্পিনার দিয়ে আপনি আপনার পরিবার এবং আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে আপনার অবসর সময় কাটাতে পারেন। এছাড়া কোন হলিডে ট্যুরের জন্য এই স্পিনারটি নিঃসন্দেহে আপনার অনেক কাজে আসবে। আর এই টেক গ্যাজেটটি আপনি মাত্র ৫০০ টাকায় দারাজ থেকে কিনতে পারবেন।

4. Rollova: তো বন্ধুরা আমরা এখন দেখতে চলেছি খুবই ছোট এবং ইউসফুল একটা টেক গ্যাজেট, আমরা বিভিন্ন প্রয়োজনে মাপকাঠি করে থাকি মাপজোপ এর কাজ খুব নিখুঁতভাবে করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেসব ফিতা বা মাপকাঠির সাহায্যে এসব কাজগুলি করে থাকি সেগুলি দিয়ে মাপ করা খুবই কষ্টকর।

এগুলো দিয়ে আমরা সমান জায়গার মাপ ঠিক সহজেই নিতে পারি কিন্তু আঁকাবাঁকা কোন কিছুর মাপ নিতে গেলে আমাদের বেশ খানি সমস্যায় পড়তে হয়। আর এই সমস্যা এড়াতেই আপনি ব্যবহার করতে পারেন। এই Rollova মেকার টি।

এটি দেখতে যেমন ছোট ঠিক তেমনি ব্যবহার করাও খুবই সহজ। এতে পাশে থাকা বাটন ক্লিক করে নির্দিষ্ট জায়গার উপর দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। এটিতে থাকা ডিসপ্লেতে আপনি দেখতে পারেন একেবারে নিখুঁত মাপ। এটি এত সূক্ষ্ম মাপ প্রদান করতে সক্ষম যে এটি দিয়ে আপনি সেলাই এর মত নিখুঁত কাজ খুব সহজেই করতে পারবেন।

এটি ছোট এবং লাইটার হওয়ায় খুব সহজে এটি প্যাকেটে কেরি করা যায়। আর অসাধারণ এই স্মার্ট টেক গ্যাজেট টি আপনি দারাজ থেকে কিনতে পারবেন মাত্র ৬০০ টাকা দিয়ে।

5. Alpha wave Robot vaccum cleanner: গাইজ বর্তমান যুগে ইম্পসিবল বলতে কিছুই নেই আর এখন যে টেক গ্যাজেট টির কথা বলছি সেটি হল তার বাস্তব প্রমাণ। আর সেই টেক গ্যাজেট এর নাম ইতি মধ্যেই জানতে পেরেছেন আবারো বলি তার নাম হচ্ছে Alpha wave Robot vaccum cleanner

এটির মাঝে রয়েছে নিজস্ব বুদ্ধিমত্তা। এটি কোন সাধারণ রোবট না বরং এটি একটি ইন্টালিজেন্ট রোবট যা অ্যাডভান্স এলগরি দামের মাধ্যমে আপনার বাসার সব ধুলোবালি ও ময়লা পরিষ্কার করে ফেলবে।

তো চলুন আর দেরি না করে এই রোবটটির ফিচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এই রোবটটি প্রথমেই আপনার রুমকে স্ক্যান করবে এরপর সিস্টেম অনুযায়ী আপনার রুমের এক কোনা থেকে আরেক কোণার সব ময়লা পরিষ্কার করে ফেলবে।

এবং এতে ব্যবহার করা হয়েছে স্মার্ট ইন্টেলিজেন্ট সিস্টেম যার ফলে রোবটি দেয়াল বা অন্য কোন ফার্নিচারের সঙ্গে কখনোই ধাক্কা খায় না। এই টেক গ্যাজেট এর সাথে আপনি একটি চার্জিং ড্রক পাবেন এই রোবটটি ছাড়া বাসা ঘোরাঘুরি করে যখন এর চার্জ ২০% এর নিচে চলে আসবে তখন এটি নিজে নিজেই সেই চার্জিং ডগ এর কাছে চলে আসবে, এবং নিজেকে চার্জ করতে শুরু করবে।

মানে খিদা লাগলে নিজে থেকে খেয়ে নেওয়ার মতো একটা ব্যাপার, আর এভাবেই এই রোবটটি আপনার বাসা পরিষ্কার দেখে আপনার ডেইলি লাইফ এর কাজগুলোকে আরও সহজ করে তুলবে। আপনি হয়তো বা এখন ভাবছেন এতগুলো স্মার্ট ফিচার যুক্ত একটা রোবটের দাম নিশ্চয়ই অনেক বেশি! কিন্তু না আপনি মাত্র ৬০০০ টাকার মাঝে এটি কিনতে পারবেন দারাজ থেকে। যে টেক গ্যাজেটটি আপনার বাসার সমস্ত কাজ করে দিয়ে আপনার মূল্যবান সময় বাচাতে আপনাকে অনেকটাই হেল্প করবে।

আর্টিকেলটি শেষ পর্যন্ত কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! আশা করছি পোস্টটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আর প্লিজ নতুন ওয়েবসাইট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আজকের মত এ পর্যন্তই আমাদের Bidyapremi.Com ওয়েবসাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top