শীতের মধ্যে ত্বক সতেজ রাখার উপায়

ত্বক সতেজ রাখার উপায়: বৃষ্টি-বাদল-ঝড় পেরিয়ে চলে আসছে শীত শীত আমেজ। প্রকৃতির পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের জীবনধারাতেও। 

ভোৱে গোসল সেরে অফিসে যাওয়া কিংবা খানিকক্ষণ পরপর মুখ-হাত ধোয়ার কথা ভাবতে এবং কাজটি করতে আলসেমি লাগে অনেকেরই। ত্বক পরিষ্কারের পর ঘাটতি পড়ে আর্দ্রতায়। সেদিকেও খেয়াল রাখতে হবে এখন থেকেই। 

এমনটাই বলছিলেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি এই সময়ে ত্বক পরিষ্কারের কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক তাঁর কাছ থেকেই। 

শরীরের ত্বক সতেজ রাখুন তীব্র শীতে

ত্বক সতেজ রাখার উপায়

শরীরের ত্বকে আর্দ্রতা ধরে রাখার উপায়

ফেসওয়াশের পরিবর্তে এমন কিছু দিয়ে মুখ ধুতে পারেন, যেটায় ত্বক পরিষ্কার ও আর্দ্রতা ধরে রাখার কাজ—দুটোই হবে। 

ছোলার ডালের বেসন ১ টেবিল চামচ। সঙ্গে আধা চা-চামচ জলপাই তেল আর ১ চা-চামচ গ্লিসারিন। প্রয়োজনমতো গোলাপজল বা পানি মিশিয়ে নিয়ে। এই মিশ্রণ দিয়েই মুখ ধুয়ে নিন। 

সব ধরনের ত্বকের জন্যই এই মিশ্রণ ভালো। অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য ১ চা-চামচ গুঁড়া দুধ, ১ চা-চামচ গ্লিসারিন আর কয়েক ফোঁটা জলপাই তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন।


ত্বকে মধুর ব্যবহার

ত্বক সতেজ রাখার উপায়


তৈলাক্ত ত্বকের জন্য নিন আধা চা-চামচ মধু। সঙ্গে লেবুর রস আধা চা-চামচ ও কাঁচা দুধ ১ টেবিল চামচ। 

ভালোভাবে মিশিয়ে তুলার সাহায্যে মুখে লাগিয়ে ৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্যও মধু বেশ কাজে দেয়। প্রয়োজন হবে মধু, জলপাই তেল আর যেকোনো ডালের  বেসন। 


১ টেবিল চামচ বেসনের সঙ্গে নিতে হবে আধা চা-চামচ মধু এবং আধা চা-চামচ জলপাই তেল। প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে এই মিশ্রণ দিয়ে মুখ ধুয়ে নিন।

মুখ ধোয়ায় আনুন আর্দ্রতা 

ত্বক সতেজ রাখার উপায়


প্রতিবার মুখ ধোয়ার জন্য যে ফেসওয়াশ ব্যবহার করেন, তাতেও যোগ করে নিতে পারেন আর্দ্রতার উপাদান। 

১ চা-চামচ ফেসওয়াশ, আধা চা-চামচ গ্লিসারিন ও কয়েক ফোঁটা জলপাই তেল মিলিয়ে মুখ। ধুতে পারেন।


সতেজ রাখুন হাত ও পায়ের ত্বক


মুখ ধোয়া যেমন জরুরি, হাত-পায়ের বেলাতেও বিষয়টি সে রকমই। ১ কাপ ময়দা (গমের ময়দা ভুসি সমেত, অর্থাৎ অপরিশোধিত) নিন। 

এর সঙ্গে নিন একটি মাঝারি আকারের লেবুর রসের পুরোটা। ৩ টেবিল চামচ গ্লিসারিন আর ১ টেবিল চামচ জলপাই তেল দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে হাত-পা ধুয়ে নিলে হাত-পায়ের ত্বক আর্দ্র থাকবে।

শুষ্ক ত্বকের ফিরিয়ে আনুন আর্দ্রতা

ত্বক সতেজ রাখার উপায়


তুক ধোয়ার পর আর্দ্রতার ভারসাম্য ধরে রাখতে পানিভিত্তিক ময়েশ্চারাইজার বেছে নিন মুখের জন্য। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে গোলাপজল ব্যবহার করুন টোনার হিসেবে। 

এরপর ময়েশ্চারাইজারের সঙ্গে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। প্রাকৃতিক ময়েশ্চারাইজার তৈরি করতে চাইলে লেবুর রস, জলপাই তেল আর গ্লিসারিন নিতে পারেন সমপরিমাণে। 

এই মিশ্রণ ময়েশ্চারাইজার হিসেবে দারুণ। বেশি পরিমাণে বানিয়ে, কাচের বয়াম বন্দী করে ফ্রিজে রেখে দিতে পারেন।




কিছু সতর্কতা

লেবুর রস ব্যবহার করতে হলে লেবু ধোয়ার পর মুছে নিতে হবে। এরপর রস করে নিন। কোনো বাড়তি পানি যোগ করা যাবে না। বিশেষ করে ময়েশ্চারাইজার তৈরি করে সংরক্ষণ করতে চাইলে এই দিকটি খেয়াল রাখতে হবে অবশ্যই।

মধু সরাসরি ব্যবহার করা উচিত নয়। মধু বা অন্য যেকোনো উপাদান ব্যবহারের পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে সেই উপাদান আর ত্বকে প্রয়োগ করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।


তথ্য উৎস




Related Question

শরীর টাইট রাখার উপায়
তৈলাক্ত ত্বক টানটান করার উপায়
মুখের ত্বক মসৃণ করার ক্রিম
চোখের চারপাশ টানটান রাখার উপায়
ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন
হাতের ত্বক টানটান করার উপায়
কুচকানো ত্বক টানটান করার উপায়
মুখের পাতলা ত্বক মোটা করার ঘরোয়া উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top