হারিয়ে যাওয়া রােমান সভ্যতার অনেক নিদর্শন আবিষ্কার হয়েছে বিশ্বের নানা প্রান্তে। এবার নেদারল্যান্ডসে আবিষ্কার হলাে দুই হাজার বছর আগের সেই সাম্রাজ্যের একটি মহাসড়ক। মহাসড়কটির পাশে আছে কৃত্রিম খালও। এগুলাের মাধ্যমে তৎকালীন গুরুত্বপূর্ণ শহর নিজমেজেন এবং রাইন নদীর সংযােগ স্থাপন করা হয়েছিল।
দুই হাজার বছর আগের রোমান মহাসড়ক : Two thousand year old Roman highway discovered in the Netherlands
হারিয়ে যাওয়া রােমান সভ্যতার অনেক নিদর্শন আবিষ্কার হয়েছে বিশ্বের নানা প্রান্তে। এবার নেদারল্যান্ডসে আবিষ্কার হলাে দুই হাজার বছর আগের সেই সাম্রাজ্যের একটি মহাসড়ক। মহাসড়কটির পাশে আছে কৃত্রিম খালও। এগুলাের মাধ্যমে তৎকালীন গুরুত্বপূর্ণ শহর নিজমেজেন এবং রাইন নদীর সংযােগ স্থাপন করা হয়েছিল।
বিশেষত সেনাসদস্যরা পথগুলাে ব্যবহার করতেন এবং সমরাস্ত্র, খাদ্য ও নির্মাণসামগ্রী পরিবহন করা হতাে বলে দেশটির গবেষকরা দাবি করেছেন । রােমান অধিকাংশ সেনা রাখা হতাে রাইনের কাছে।
দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রােটারডামের দক্ষিণে অষ্টারহাউটের পৌর এলাকায় খননে সম্প্রতি এই নিদর্শনগুলাে বেরিয়ে আসে। নেদারল্যান্ডস সরকারের পানি নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পের জন্য এই খননকাজ চলছে।
বিশ্ব ঐতিহ্য: World Heritage
২০১৯ সালে রাস্তা নির্মাণের জন্য খনন কাজ শুরু হলে ২০০০ বছর আগের তৈরী হাইওয়ে রোড এবং সাথে কৃত্রিম খাল আবিষ্কৃত হয়। আজ মঙ্গলবার ০৩ আগাস্ট, ২০২১ তারিখে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো এই এলাকাকে চিহ্নিত করে।
প্রকল্পটি পরিচালনা করছে দেশটির প্রত্নতাত্ত্বিক পরামর্শক প্রতিষ্ঠান রাপ । প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম খালটির প্রস্থ ৩৩ ফুট । ওই সময়ের সামরিক জাহাজগুলাের জন্য এই পথ উপযুক্ত ছিল। ওই এলাকায় বেশ কিছু রােমান শিল্পকর্মও পাওয়া গেছে।
এর মধ্যে তেলের বাতি, লােহার কুড়ালসহ সরঞ্জাম আছে। এর আগে গত মার্চ মাসে সেখানে মানুষের একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। ১ হাজার ২০০ বছর আগের মানুষের কঙ্কাল সেটি।
Conclusion:
প্রত্নতাত্ত্বিকরা মনে করেন রাস্তাটি সম্রাট হ্যাড্রিয়ানের রাজত্বকালে প্রায় ১২৫ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল । রাস্তা সম্পর্কে দেশটি তার অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে “রোমান রাস্তাটি যে পরিমাণে সম্পূর্ণ হয়েছে তা একটি দুর্দান্ত সারপ্রাইজ “,
সূত্র : ডেইলি মেইল।
Last Line : দুই হাজার বছর আগের রোমান মহাসড়ক : Two thousand year old Roman highway discovered in the Netherlands