টিকা সনদের ভুল সংশোধন করার নিয়ম : সারা বিশ্ব কম্পমান একটি বিষয় নিয়ে। বিষয়টির নাম করোনা ভাইরাস। করোনাভাইরাস রোগ ২০১৯ বা কোভিড-১৯ মানুষের একটি সংক্রামক ব্যাধি যা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২ (সার্স-কোভ-২) নামক এক ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে ।
এই ব্যাধিটি সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে শনাক্ত করা হয়। পরবর্তীতে ২০২০ সালের প্রারম্ভে ব্যাধিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক মহামারীর রূপ ধারণ করে।
চলতি ২০২১ সালের ২৭ জানুয়ারী বাংলাদেশে সর্বপ্রথম করোনা ভ্যাক্সিন দেওয়া শুরু হয়। সম্প্রসারিত এই টিকা কার্যক্রম ব্যাপকভাবে বাংলাদেশে চলমান রয়েছে।
টিকা সনদের ভুল সংশোধন করার নিয়ম (বাংলাদেশ)
সারা দেশব্যাপি চলমান এই টিকা কর্মসূচিতে অনেক সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমস্যার সমাধানে বিশেষ কোনো প্রদক্ষেপ নিতে পারছেন না কেউ। জনগণের এই ভোগান্তি নিরসনের জন্য স্বাস্থ অধিদপ্তর থেকে খোল হয়েছে একটি তথ্য সংশোধনী আবেদন ফর্ম ।
টিকার সনদে কোন কোন ভুল সংশোধন করা যাবে ?
- Wrong Name Spelling
- Wrong Passport Number
- Wrong Date of Birth
- Wrong Date of Vaccination
- Wrong Vaccine Name
- Delete Vaccine Information
- Wrong Gender
আপনার বা আপনার পরিবারের কারো তথ্য ভুল প্রদর্শিত হলে তথ্য সংশোধনের আবেদন স্বাপেক্ষে তা সঠিক করে নিতে পারেন।
জনগণ মুলত বেশি ভুগছেন ভুলভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে। কোনো ব্যক্তি দুই ডোজ টিকা সম্পুর্ণ নেওয়ার পর তার দায়িত্ব হচ্ছে ভ্যাক্সিনের সার্টিফিকেট এবং আইডি কার্ডটি সংগ্রহ করা।
টিকা সনদ ডাউনলোডের সময় যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে সেটা দিতে হয়। পাসপোর্ট নম্বর দেওয়ার সময় অনেকেই ভুল নাম্বার সাবমিট করে পস্তাচ্ছেন।
পাসপোর্টের নাম্বার ভুল দিয়ে থাকলে সেটা সমাধানের পথ রয়েছে। আসুন স্টিপ বাই স্টিপ দেখে নিই ।
Step 1:
যদি আপনি টিকা সনদ ডাউনলোডের সময় ভুলভাবে পার্সপোর্ট নাম্বার দিয়ে থাকেন তাহলে প্রথমে এই লিংকে যেতে হবে । Click Here
Step 2:
এখন Wrong Passport Number টিক দিন ।
Step 3:
এবার Write details about what you want to edit.(আপনি যা সংশোধন করতে চান বিস্তারিত লিখুন।) বক্সে কি লিখতে হবে সেটা তো বুঝে গেছেন !
Step 4:
পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ দিয়ে দিন।
Step 5:
এইবার আপনি কোন ডোজের টিকা দিয়েছেন সেটা দিন। বাংলাদেশে দেওয়া চার ধরনের নাম সেখানে আছে। আপনি কোনটা দিয়েছেন সেটা নির্বাচন করুন। এই চার ভ্যারিয়েন্ট এর যে কোনো একটি।
- Covishield (Astrazeneca)
- Verocell (Sinopharm)
- Pfizer
- Moderna
Step 6:
আপনি আবেদনের শেষ প্রান্তে । এবার আপনার ১ম ডোজ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ এবং মোবাইল নম্বর দিন।
Step 7:
এবার আপনার পাসপোর্টের স্ক্যান কপি বা মোবাইলে তোলা ক্লিয়ার ছবি এবং ভ্যাক্সিন কার্ডের ছবি আপলোড করুন।
Step 8:
এবার সমস্ত তথ্য সঠিক আছে কিনা একবার দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনার সংশোধনীর আবেদনটি সফলভাবে জমা হয়েছে। তথ্য সংশোধন হওয়ার পর আপনার ফোনে ম্যাসেজ দিয়ে নিশ্চিত করা হবে।
এছাড়াও….
করোনা টিকা ও টিকা সনদ সম্পর্কিত কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় মেইলের মাধ্যমে সংশোধনের অনুরোধ জানাতে পারবেন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া ই-মেইল অ্যাড্রেসটি হলো- info@dghs.gov.bd
Conclusion:
ধন্যবাদ আমাদের সাইটটিতে আসার জন্য। আশা করি আপনি উপরে আলোচিত তথ্য সংশোধনীর বিষয়টা বুঝতে পেরেছেন।
আমাদের এই প্রচেষ্টায় যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আমরা কৃতার্থ। শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।
টিকা সনদের ভুল তথ্য সংশোধন করার নিয়ম
আরও পড়ুন… বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
আমার পাসপোর্ট নাই, অতচ টিকা সনদে ভুলবশত পাসপোর্ট নাম্বার দেয়া হয়েছে, তো কি করব?
আসসালামুয়ালাইকুম,
জনাব, উল্লেখিত ফরম পূরণ করেছি আপনার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী এক সপ্তাহ হয়ে গেল এখন পাসপোর্ট নাম্বাটি পরিবর্তন হয়নি।
Please write your problems and send it to info@dghs.gov.bd
জনাব, বাংলাদেশের সরকারী সকল কাজের অবস্থা জানেন ই তো । স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া হলেও দায়িত্বপ্রাপ্ত লোকরা সমস্যা খতিয়েও দেখে না।
এখনও যদি আপনার সমস্যা সমাধান না হয়ে থাকে, অনুগ্রহ করে সমস্যা লিখে ইমেইল করুন info@dghs.gov.bd এই ঠিকানায়