উইন্ডোজ ১১ ইনস্টল করুন: কোনো ঝামেলা ছাড়াই (যে কোনো পিসিতে)

উইন্ডোজ ১১ ইনস্টল: আসসালামু আলাইকুম । আমরা কমবেশি সকলেই মাইক্রোসফ্ট করপোরেশন এর নতুন আপডেট সম্পর্কে অবগত । 

সবাই জানি রিসেন্টলি মাইক্রোসফ্ট উইন্ডোজ ১১ রিলিজ করেছে । অনেকেই ব্যবহার করা শুরু করে দিয়েছে । অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন উন্ডোজ ১১ নিয়ে । 

হয়তো কেউ উইন্ডোজ ১১ এর লেটেস্ট বিল্ড ডাউনলোড করতে পারছেন না। কেউ হয় Windows 11 iso file ডাউনলোড করেছেন কিন্তু টিপিএম 2.0 এর কারনে সেটআপ করতে পারছেন না। 

আবার কেউ হয়তো লো কনফিগারেশন পিসি ব্যবহার করেন, সেই জন্য Windows 11 সেটআপ করতে পারছেন না।

আজকের এই টপিকে আমি সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে উপরোক্ত সকল সমস্যার সমাধান না করেই Windows 11 Complete Setup Without TPM করতে পারেন ।


কিভাবে উইন্ডোজ ১১ ইনস্টল করবেন ?

উইন্ডোজ ১১ ইনস্টল


উইন্ডোজ ১১ ইনস্টল করার আগে আসুন দেখে নিই অফিসিয়ালী  কেমন পিসি কনফিগারেশন দরকার 

Processor: 1 gigahertz (GHz) or faster with at least two cores on a compatible 64-bit processor or SoC

RAM: 4GB

Storage: 64GB

System Firmware: UEFI, Secure Boot capable

TPM: Trusted Platform Module 2.0

Graphics Card: DirectX 12 or later with WDDM 2.0 driver

Display: 720p, 8-bit per color channel, at least 9-inch diagonal

Internet Connection and Microsoft Account: অবশ্যই ইন্টারনেট কানেকশন দরকার সেটআপ এর সময়।


কি ? ভয় পেয়ে গেলেন ? চিন্তার কারণ নেই । আমি নিজে কয়েকটা ল্যাপটপ এবং কম কনফিগারেশন পিসিতে উপরের সমস্ত কনফিগারেশন ছাড়াই উইন্ডোজ ১১ সেটআপ দিয়ে ব্যবহার করেছি। শুধু 2 জিবি র‌্যামে চেক করা হয়নি । টিপিএম তো দরকারই পড়েনি ।

এবার চলুন Windows 11 Iso File Download করি ।

How to Download Windows 11 Iso File 

প্রথমে আমি অফিসিয়াল নিয়মটা বলি । তারপর ডাইরেক্ট নিয়মটা বলব ।

অফিসিয়াল ISO File এর লেটেস্ট ভারসন এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

  1. Windows 11 ডাউনলোডের জন্য ক্লিক Windows 11 iso file Page
  2. সাইটটা লোড হলে কোথাও ক্লিক করবেন না। স্ক্রল করে নিচে যেতে থাকুন । এখানে অনেক ডাউনলোডের অপশন আছে । আপনি কোনোটাতেই ক্লিক করবেন না । Download Windows 11 Disk Image (ISO) এই লেখাটা খুঁজে বের করুন ।
  3. এখন নিচের লাইনে বক্সে Select Download এ ক্লিক করে Windows 11 সিলেক্ট করুন ।
  4. এবার Download এ ক্লিক করলে একটু নিচে Select the product language সহ নতুন কয়েকটা লাইন দেখাবে ।
  5. এখান থেকে আপনি কোন ভাষায় উইন্ডোজ ডাউনলোড করবেন সেটা দিন । আমি English Internatinal সিলেক্ট করলাম ।
  6. এবার Confirm এ ক্লিক করলে নিচে Windows 11 English International (আপনি যে ল্যাঙ্গুয়েজ দিবেন সেই নাম অনুসারে) দেখতে পাবেন । তার নিচে 64-bit Download দেখতে পাবেন । এটাই ডাউনলোড লিংক । এই ডাউনলোড লিংক সক্রিয় থাকবে ২৪ ঘন্টা । তাই ২৪ ঘন্টার মধ্যেই ডাউনলোড করতে হবে। দ্রুত ডাউনলোড করার জন্য IDM (Internet Download Maneger) ব্যবহার করুন।

এবার বলব কিভাবে সরাসরি Windows 11 Iso Download করতে হবে ।


অনেকের এই লম্বা Process পছন্দ নাও হতে পারে, তবে এইটাই বৈধ নিয়ম। তবুও কষ্ট করতে ইচ্ছা না করলে আমার Drive থেকে Iso File Download করতে পারেন। 

আমি Microsoft Website থেকে File গুলো Download করেই Drive এ Upload করেছি । আপনি আপনার পছন্দের version Choose করে Download করতে পারবেন। File Size:- 5.1GB

  1. Download Beta Version:- Google Drive
  2. Download Dev Version:- Google Drive

আমি Beta ভার্সন ব্যবহার করছি । কোনো ঝামেলা নেই।


আমি ধরে নিচ্ছি আপনি উপরোক্ত নিয়ম ব্যবহার করে Windows 11 Download করতে পেরেছেন। 

ডাউনলোড হয়ে গেলে এবারের বিষয়টা হচ্ছে Windows 11 Install করা । আমি সরাসরি কিভাবে সেটআপ দিতে হয় সেই বিষয়টা ক্লিয়ার করে বলছি। অফিসিয়াল কোনো Upgrade Insider Proggram ব্যবহার করার দরকার নেই ।


কিভাবে উইন্ডোজ ১১ সেটআপ করবেন ?

উইন্ডোজ ডাউনলোডের পর সেটআপ করার আগে আপনার দুটো জিনিস দুরকার ।

  1. 7zip
  2. কমপক্ষে 8GB বা আরো বেশি ক্যাপবল পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ।
7zip আপনার পিসিতে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন ।

এখন আপনার পিসির এন্টিভাইরাস কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় করে দিন। 7zip দিয়ে ডাউনলোড করা ISO ফাইলটা Extract করে নিন । আপনি চাইলে WinRar বা WinZip দিয়েও Extract করতে পারবেন ।

Extract হয়ে গেলে আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড পিসিতে সংযুক্ত করুন । এখন পেনড্রইভটি NTFS ফরমেট করতে হবে । 

  1. My Computer/This Pc তে ডুকুন ।
  2. যে পেনড্রাইভ ডুকিয়েছেন সেটার উপর Right বাটন চাপুন । দেখুন Format লেখা আছে ।
  3. ফরম্যাট এ ক্লিক করে নিচের ছবিতে দেখানো নিয়মে ফরমেট দিন । 1,2.3 এভাবে সিরিয়াল ক্লিক করবেন ছবি দেখে দেখে ।
  4. প্রথমে Restore Device Defaults ▶️ File System এ ক্লিক করে  NTFS সিলেক্ট করুন। 
  5. এবার Quick Format এ টিক দিন  এবং তারপর Start ক্লিক করলেই আপনার পেনড্রাইভ ফরমেট হয়ে যাবে ।
উইন্ডোজ ১১ ইনস্টল


ফরমেট তো হয়েই গেল । এবার ISO এর Extract করা সমস্ত ফাইল পেনড্রাইভে কপি করুন । ভুলেও এনটিভাইরাস সক্রিয় রাখবেন না। তাহলে ফাইল মিসিং সমস্যা হতে পারে ।


পেনড্রাইভে ফাইল কপি হলে এরকমটা দেখাবে..

উইন্ডোজ ১১ ISO Download

খেয়াল রাখবেন, এই ফাইলগুলো যেনো পেনডাইভের অন্য ফোল্ডারে না থাকে । পেনড্রাইভ ওপেন করলেই যেন ছবিতে দেখতে পাওয়ার মত ফাইলগুলো পেনড্রাইভ এর বডিতে থাকে ।


এখন আপনার উইন্ডোজ সেটআপ করার সময় । ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন। প্রয়োজন পড়লে আপনার সমস্ত ফাইল ব্যাকআপ রাখুন । উইন্ডোজ এর C:\ ড্রাইভ কমপক্ষে 50GB করে রাখুন।

এবার পেনড্রাইভটা খুলে নিন । পিসি রিস্টার্ট করে নিন একবার । চালু হলে পেনড্রাইভটা আবার লাগান ।


  1. পেনড্রাইড ওপেন করে Setup.exe ফাইলটাই মাউসের রাইট চেপে Run as Administrator ক্লিক করুন ।
  2. Preparing 100% হলে সেটআপ পেজ আসবে। প্রিপেয়ারিং শেষ হলে যে নতুন উইন্ডো আসবে সেখান থেকে I want to help make inztalation better এর টিকচিহ্ন তুলে দিন/রিমুভ করে Next চাপুন । (চেকিং হওয়ার পর সেটআপ না হলে কি করতে হবে তা নিচে দেওয়া হল)
  3. এবার চেকিং হয়ে গেলে দুটো অপশন আসবে । আপনি কি ক্লিয়ার উইন্ডোজ ইনস্টল করবেন নাকি আগের ডাটা রাখবেন সেটা নির্বাচন করে নেক্সট চাপুন ।
  4. Install Now ক্লিক করুন ।
  5. এবার যে উইন্ডো আসবে এখানে I dont have a product key সিলেক্ট করুন।
  6. এখন Home, Home N, Home Sigle Language, Education, Education N, Pro, Pro N এর যেকোনো একটি আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে  Next এ ক্লিক করুন ।
  7. এবার আপনার পার্টিশন পালা । আপনার সিড্রাইভটা দেখিয়ে দিন । ফরমেট দিতে হবে না । কারণ যদি আপনার উইন্ডোজ ১১ এ কোনো সমস্যা দেখা দেয় তাহলে ব্যাক আসতে চাইতে পারেন, তখন এটা কাজে লাগবে । পুরোনো সমস্ত ফাইল Windows.old ফোল্ডারে সেভ থাকবে।
  8. ফাইল বিন্যাস শেষ হওয়ার পরে রেজিয়ন, কিবোর্ড, আপনার মত করে নিন ।
  9. নেটওয়ার্ক কানেকশন পেজটিতে I dont Have Internet সিলেক্ট করুন।
  10. পিসি নাম, পাসওয়ার্ড, আপনার নিজের মত দিন । 
  11. We are gettings Ready…………..
  12. আপনার কাজ শেষ…………………
  13.  Welcome to your new Windows 11….


চেকিং হওয়ার পর সেটআপ না হলে কি করতে হবে ?


সিপিইউ চেক এড়াতে উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করুন


উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন “regedit”। এরপর এন্টার চাপলেই চলে আসবে রেজিস্ট্রি এডিটর। 

“ComputerHKEY_LOCAL_MACHINESYSTEMSetupMoSetup” এই পুরো লাইনটি “File, Edit, View, Favorites, Help” বক্সের নিচে পেস্ট করে অথবা ক্রমান্বয়ে “HKEY_LOCAL_MACHINE” ফোল্ডার থেকে “SYSTEM”, “Setup”, “MoSetup” ফোল্ডারে যান।

রাইট প্যানে রাইট ক্লিক করুন। তারপর “New > DWORD (32-bit) Value” ক্লিক করুন। 


ভ্যালুর নাম দিন “AllowUpgradesWithUnsupportedTPMOrCPU”। নতুন যে ভ্যালুটি তৈরি করলের তাতে ডাবল-ক্লিক করে “Value data”–  “1” লিখুন। এবার “OK” চেপে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন। 

উইন্ডোজ ১১ ইনস্টল
First a new DWORD, 


উইন্ডোজ ১১ ইনস্টল
Enter a value of 1.



পিসি রিস্টার্ট করে নিয়ে পেনড্রাইভ থেকে Setup.exe ফাইলটা ওেপেন করে ওপরে বলা নিয়মে সেটআপ কমপ্লিট করুন ।


Conclusion:

আশা করছি আপনি উইন্ডোজ ১১ সফলভাবে সেটাপ করতে পেরেছেন । কোনো রকম সমস্যা হলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন । আপনার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ।


Source


  1. https://www.microsoft.com/en-us/windows/windows-11
  2. https://blogs.windows.com/windowsexperience/2021/08/31/windows-11-available-on-october-5/
  3. https://en.wikipedia.org/wiki/Windows_11

উইন্ডোজ ১১ ইনস্টল করুন: কোনো ঝামেলা ছাড়াই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top